বিজয় দিবসে প্যারাট্রুপিংয়ে বিশ্ব রেকর্ডের উদ্যোগ, ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরবেন বিডার নির্বাহী চেয়ারম্যান মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে প্যারাট্রুপিংয়ের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন ৫৪ জন প্যারাট্রুপার।
এ ঐতিহাসিক জাম্পে অংশ নেবেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরে প্যারাট্রুপিং করবেন।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে ফেসবুক পেজে হেলমেট হাতে আশিক চৌধুরীর একটি ছবিও প্রকাশ করা হয়।
ফেসবুক পোস্টে জানানো হয়, মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার একযোগে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের একজন হিসেবে আশিক চৌধুরী ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন।
পোস্টে আরও বলা হয়, বিজয়ের এই গৌরবময় দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হচ্ছে।


















