রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশাকে পুলিশ গ্রেপ্তার করেছে। হত্যার মোটিভ সম্পর্কে আয়েশার স্বামী রবিউল ইসলাম জানিয়েছেন, চুরি ধরা পড়ায় মা-মেয়েকে হত্যা করেন আয়েশা।
রবিউল ইসলাম বলেন, “সে কিছু জিনিস চুরি করতে গিয়ে ধরা পড়ে। তখন হাতে থাকা ছুরি দিয়ে মেয়াদিকে আঘাত করে। নাফিসা এগিয়ে আসলে তাকে ও আঘাত করে।”
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের চার দিন আগে আয়েশা মোহাম্মদপুরের ওই বাসায় কাজ শুরু করেন। হত্যার দিন তিনি বোরকা পরে ঢুকে নাফিসার স্কুল ড্রেস ও মাস্ক পরে বাসা থেকে বের হন।
মোহাম্মদপুর থানার সহকারী কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ৯ সদস্যের একটি টিম নলছিটির কয়ার চর গ্রাম থেকে আয়েশাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তার স্বামী রবিউল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে বাসায় প্রবেশ করেন গৃহকর্মী, এবং দেড় ঘণ্টা পর ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হন। দুপুরে নিহত মা-মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তাদের বাবা এম জেড আজিজুল ইসলাম।
পুলিশের তল্লাশি অভিযান থেকে বাথরুমে একটি সুইচগিয়ার ছুরি ও একটি ফল কাটা ছুরি উদ্ধার করা হয়, ধারণা করা হচ্ছে এই দুটি ছুরি দিয়েই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এছাড়া বাসার দারোয়ান মালেককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।


















