স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের এক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, “উপদেষ্টা আসিফ মাহমুদ অনেকটা জোর করেই আমাকে কুমিল্লা জেলার দায়িত্ব দিয়েছেন।
১ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে আব্দুল মতিন বলেন, তার চাকরি জীবনের প্রায় ২০ বছর কুমিল্লার বাইরে কেটেছে। পরে কুমিল্লায় দায়িত্ব পাওয়ার পর তিনি দেখেছেন এলজিইডিতে অনেক কাজ চলছে, কিন্তু বেশির ভাগ কাজ বন্ধ বা মানের খামতি রয়েছে। তিতাসের বাতাকান্দি ব্রিজ নির্মাণকাজের উদাহরণ দিয়ে তিনি বলেন, ঢালাইয়ের কাজের মান সন্তোষজনক নয়।
এই মন্তব্য তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের আলোচনা সভায় জানিয়েছেন। সভায় উপস্থিত একজন ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।
নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো একটি খুদে বার্তায় তিনি একটি গণমাধ্যমে প্রতিবাদলিপি পাঠিয়েছেন, তবে ভাইরাল ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য করেননি।


















