সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ একাধিক জটিল রোগে ভুগছেন। শ্বাসকষ্টের কারণে গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর চার দিন পর ২৭ নভেম্বর থেকে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। গত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
শুরু থেকেই দেশি–বিদেশি চিকিৎসকরা মেডিকেল বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। এরই ধারাবাহিকতায় আজ এভারকেয়ার হাসপাতালে আসেন যুক্তরাজ্যের ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. রিচার্ড বিয়েল।
জানা গেছে, নিয়মিত ডায়ালাইসিসসহ প্রয়োজনীয় সকল উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। দেশীয় চিকিৎসকদের পাশাপাশি চিকিৎসায় সহায়তা করছে চীনের একটি বিশেষজ্ঞ দলও।
এ ছাড়া যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশ খালেদা জিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহায়তা করছে বলে জানিয়েছে বিএনপি।


















