রাজধানীর কাকরাইল এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় পার্টির অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে পার হওয়ার সময় পুলিশের দিকে ইট ও জুতা নিক্ষেপ করেন। পরে তারা সড়কে অগ্নিসংযোগ চালিয়ে অফিসে ঢুকে আগুন ধরিয়ে দেন।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন। এতে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় সংঘর্ষ অব্যাহত রয়েছে।