বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসার সামনে মব হওয়ার ঘটনার প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণে যারা বাড়াবাড়ি করেছে, তাদের উদ্দেশ্য ছিল তাকে দল থেকে বের করা বা গ্রেপ্তার করা।
তিনি উল্লেখ করেছেন, শেষ পর্যন্ত বিএনপি সেই ফাঁদে পা দেয়নি এবং তাদের সিদ্ধান্তকে একটি পরিণত দলের সুচিন্তিত পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করেছেন।
মাসুদ কামাল সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিওতে বলেন, দলের শোকজের জবাব ও বিএনপির নেওয়া সিদ্ধান্ত দুটোই সঠিক। যারা ফজলুরের বাড়ির সামনে মব করেছে, তাদের উদ্দেশ্য ছিল তাকে দল থেকে বিতাড়িত করা বা জেলে পাঠানো। এ ঘটনার মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার একটি ভয়াবহ বার্তা তৈরি করা।
তিনি বলেন, “শেষ পর্যন্ত তারা সফল হয়নি। বিএনপিকে ধন্যবাদ জানাই, তারা সেই ফাঁদে পা দেননি। একটি রাজনৈতিক দল যখন সিদ্ধান্ত নেয়, তখন তাদের দলের ভেতরের ও বাইরের বিষয়, পাশাপাশি আগাম নির্বাচনের পরিস্থিতি বিবেচনা করতে হয়। সব মিলিয়ে আমার কাছে বিএনপির সিদ্ধান্তকে পরিণত দলের সুচিন্তিত সিদ্ধান্ত মনে হয়েছে।”