নিজস্ব সংবাদদাতা :
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচারিত হয় তার এই ভাষণ।
এর আগে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক বিশাল গণসমাবেশে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন মুহাম্মদ ইউনূস।
ছাত্র-জনতা, রাজনৈতিক দল, নাগরিক সমাজসহ গণ-অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে এই ঐতিহাসিক দলিল উপস্থাপন করা হয়।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, “এই দেশ যে সাহসিকতা ও সংহতির এক অনন্য নজির স্থাপন করেছে, তার ধারাবাহিকতা রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার সে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, গত বছরের এই দিনে, ৫ আগস্ট, ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনে পদত্যাগে বাধ্য হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের অবসান ঘটে এবং দেশে অন্তর্বর্তীকালীন সরকারের পথ উন্মুক্ত হয়।
সরকার পতনের তিন দিন পর, ৮ আগস্ট, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বঙ্গভবনে শপথ নেয়। একই দিন রাতে জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ প্রচারিত হয়।
পরবর্তীতে, দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার মোকাবেলায় সরকারের প্রস্তুতি ও সংকট মোকাবিলার দৃষ্টান্ত তুলে ধরে ২৫ আগস্ট দ্বিতীয় দফা ভাষণ দেন তিনি।
তখন তিনি বলেন, “দীর্ঘ ১৫ বছরের গণতন্ত্রহীনতার যে বেদনা জাতি বয়ে বেড়াচ্ছে, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি।”
আজকের ভাষণে তিনি সেই অঙ্গীকার নতুন করে উচ্চারণ করেন—“গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জন ধরে রাখার জন্য সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাবে।”