নিজস্ব সংবাদদাতা :
শাহবাগে জুলাই সনদ দাবিতে আন্দোলনকারী জুলাই যোদ্ধা নেতা মাসুদ রানা সৌরভ বলেছেন, “জুলাই নিয়ে অপরাজনীতি ও বিক্রি বন্ধ করতে হবে।”
আজ শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের জন্য আন্দোলন করিনি। আমাদের আন্দোলনই জুলাই সৃষ্টি করেছে—তারই ধারাবাহিকতায় এনসিপি গঠিত হয়েছে। অথচ তারা আমাদের ভুয়া বলছে, শাহবাগ থেকে তাড়িয়ে দিয়েছে।”
মাসুদ অভিযোগ করেন, “আমাদের সবার সরকারি ‘জুলাই যোদ্ধা’ কার্ড আছে, তবু এনসিপি সমর্থকরা আমাদের পুলিশ দিয়ে পিটিয়েছে। তারা জুলাইয়ের পুরো কৃতিত্ব নিজেদের নিতে চায়। অথচ এ আন্দোলন ছিল সর্বসাধারণের অংশগ্রহণে গড়ে ওঠা গণআন্দোলন।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই নিয়ে রাজনীতি করলে জনগণই তার জবাব দেবে। এনসিপিকে স্পষ্ট জানিয়ে দিতে চাই—জুলাই কোনো দলের পণ্য নয়।”


















