নিজস্ব সংবাদদাতা :
রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)–এর বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৩০ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, সোমবার রাতে রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে এ চেক ও প্রায় ২০ লাখ টাকার এফডিআরের নথিপত্র জব্দ করা হয়। পুলিশ বলছে, এই ঘটনায় নতুন একটি মামলাও দায়ের করা হবে। এর আগে, ২৬ জুলাই রাতে শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার সময় রিয়াদসহ চারজনকে থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন (২৭ জুলাই) গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।
গ্রেপ্তার অপর তিনজন হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সংগঠনের সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। এ ছাড়া গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও রিয়াদের নাম পাওয়া গেছে।
ঘটনার পরপরই সংগঠন থেকে গ্রেপ্তারকৃত সবাইকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।


















