নিজস্ব সংবাদদাতা :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলা ভয়েসের ইনচার্জ ও বাংলাদেশ ব্লাড টিমের প্রতিষ্ঠাতা শাহ আলম সরকার।
তিনি বলেন, “এই দুঃসময়ে আমাদের সবার উচিত উদ্ধার কাজ নির্বিঘ্ন রাখতে সহায়তা করা এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালমুখী হওয়া। রক্তের প্রয়োজন হতে পারে যেকোনো সময়। তাই রক্তদাতাদের এখনই সজাগ ও প্রস্তুত থাকা জরুরি।” ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।
সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “উদ্ধার কাজে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের সকলকে।”


















