বাংলা ভয়েস ডেস্ক :
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের উপ-নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক মাহিয়া রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ক্যাম্পাস এলাকা থেকে তাকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করেছে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেত্রী মাহিয়া রহমানকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, মাহিয়া রহমানের বাবা বরিশাল সদরের ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা। জুলাই আন্দোলনের সময়ে মাহিয়া রহমান ছাত্র-জনতার বিরুদ্ধে রাজপথে অবস্থানের অভিযোগ রয়েছে।

















