বাংলা ভয়েস ডেস্ক :
বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছি।
বাংলাদেশ বিশ্বাস করে যে, সীমান্তে শান্তি বজায় রাখতে বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।
গত শনিবার (১৮ জানুয়ারী) ফসল কাটাকে কেন্দ্র করে পাল্টাপাটি অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ-চৌকা সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকেদর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এসময় ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা ককটেল, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও পাথর নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়। পরে পতকা বৈঠকের পর পরিস্থিতি শান্ত হয় এবং এ ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করে।
এর আগে, ভারত লালমনিরহাটে তিন বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া ও নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। কিন্তু দুদেশের চুক্তি অনুসারে যেকোনো স্থানে এ ধরনের উন্নয়ন কাজ করতে হলে দুদেশের মধ্যে আলোচনার মাধ্যমে করতে হবে। কিন্তু ভারত সেটি করেনি।
এ নিয়ে ভারতীয় হাইকমিশনারকে তলবও করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।