বাংলা ভয়েস ডেস্ক :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হল থেকে যাযাবর পারভেজ নামে এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে।
গতকাল শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী (২০২২-২৩ শিক্ষাবর্ষ) অর্পা খন্দকারের কক্ষ থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, হলের ৩১৬ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী অর্পা খন্দকারের কক্ষে অবস্থান করছিলেন পারভেজ। এ সময় বিষয়টি জানাজানি হলে অন্য শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে হলের শিক্ষার্থীরা তাকে মেয়ে সাজিয়ে শাস্তি দেন এবং কপালে টিপ পরিয়ে দেন।
বিশ্ববিদ্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, যাযাবর পারভেজ বিশ্ববিদ্যালয়ে চলমান ‘হিম উৎসব’-এ অংশ নিতে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন।