বাংলা ভয়েস ডেস্ক :
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আব্দুল্লাহ হিল কাফীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ডিবির একটি সূত্র।
সূত্রটি বলছে, গত পাঁচ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শনাক্ত হওয়ার পর তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ইতিমধ্যে ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা একটি সংবাদমাধ্যমকে জানান, পুলিশ কর্মকর্তা কাফীকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হচ্ছে। তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হবে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।