বাংলা ভয়েস ডেস্ক :

জাতীয় সমাজতান্ত্রিক দল— জাসদের প্রধান, বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গ্রেপ্তার হয়েছেন।

আজ সোমবার (২৬ আগস্ট) বিকালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলায় আওয়ামী লীগের জোটসঙ্গী হাসানুল হক ইনুও আসামি। এছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গত ২২ আগস্ট আরেক মামলাতেও আসামি করা হয় জাসদ প্রধান ইনুকে।

হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। এর আগে গত ২২ আগস্ট কেন্দ্রীয় ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেপ্তার হন।

Exit mobile version