মাহিউর রহমান, মির্জাপুর সংবাদদাতা
বানাইল থানার অফিসার ইনচার্জ সুত্রে জানা যায়,
গত (২৪ জানুয়ারি) সন্ধ্যা ০৬:০০টায় বাসাইল থানাধীন মনি ক্লিনিকের সামনে তিন রাস্তার মোড়ে জিজান হাসান দ্বীপ্ত(১৮), কে দেশীয় অস্র সস্র দিয়ে উপর্যুপরি পিটিয়ে মারাত্মক আঘাত করে গুরুতর আহত করার ঘটনায় দ্বীপের মা সোহেলী সুলতানা দিপা বাদি হয়ে মামলা করেন।
২৭ জানুয়ারি বাসাইল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই কাজী নজরুল ইসলাম গত ২৭ জানুয়ারি ঘটানার সাথে জড়িত এজহার নামীয় মো:শাকিল আহম্মেদ (২৫), মো:অনিক মিয়া (১৯) দ্বয় কে গ্রেফতার করে ২৮ জানুয়ারি বিজ্ঞ আদালতে প্রেরণ করেন এবং এই ঘটনায় সন্দিগ্ধ আসাদুল ইসলাম আসাদ(২০) কে ২৯ জানুয়ারি গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শাকিল ও অনিক কে গ্রেফতারের পর শাকিলের দখল থেকে দেশীয় অস্রসস্র উদ্ধার করা হয়। এই সংক্রান্তে শাকিল ও অনিকের বিরুদ্ধে বাসাইল থানার এস আই কাজী নজরুল ইসলাম বাদী হয়ে ১৮৭৮ সালের অস্র আইনে এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে আরো একটি মামলা রুজু করা হয়।