ডেস্ক
নাট্যকার-নির্মাতা শিমুল সরকারের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এবং টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন (টেলিপ্যাব)। হামলাকারীদের প্রশ্রয়দাতাদেরও উপযুক্ত শাস্তি দেওয়ার জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় জাতীয়ভাবে তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে সংগঠন দুটি।
গত শুক্রবার মনোয়ার পাঠান ও সাজু মুনতাসীর স্বাক্ষরিত বিবৃতিতে টেলিপ্যাব এবং অনন্ত হীরা ও এস এম কামরুজ্জামান সাগর স্বাক্ষরিত ডিরেক্টরস গিল্ড পৃথক দুটি বিবৃতি দেয়। এতে বলা হয়েছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্মাতা, নাট্যকার, প্রযোজক, সাংবাদিক, অভিনেতা শিমুল সরকারের ওপর রাজশাহীর বাঘা উপজেলায় তাঁর নিজ গ্রামে যে ন্যক্কারজনক হামলা হয়েছে, সশস্ত্র সন্ত্রাসীরা তাঁকে অতর্কিত আক্রমণ করে চায়নিজ কুড়াল, হাতুড়ি, রড দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে জখম করেছে, তাঁরা এর তীব্র প্রতিবাদ জানান। একজন সংস্কৃতিকর্মীর ওপর আঘাত মানে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইমো হ্যাকিং, মাদক ব্যবসার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সংস্কৃতিকর্মীরাই সোচ্চার হবেন, এটাই স্বাভাবিক। শিমুল সরকারও সেটাই করেছেন। তাতে কোনো গোষ্ঠী, জনপ্রতিনিধির চক্ষুশূল হলে সেটা দেখা এবং সামাজিক ব্যাধি দূর করার উদ্যোগের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শিমুল সরকারের মতো একজন গুণী জনপ্রিয় নির্মাতা, প্রযোজক, নাট্যকারকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিল এবং তাদের আশ্রয়দাতাদের উপযুক্ত শাস্তি নিশ্চিতকরণের জোর দাবি জানান তাঁরা।


















