শাহ আলম সরকার, সিরাজগঞ্জ সংবাদদাতা
ভিলেজ ভিশন বাংলাদেশের পক্ষ থেকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে ৩টি অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল স্থাপন করা যায়।
এর আগে ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার চাঁদপুর গ্রামে এসেছে জরিপ করে নিয়ে যায়। যা পরে অসহায় পরিবারের মাঝে ১০০ কম্বল বিতরণ করেন।
আজ (১৩ জানুয়ারি) শনিবার সকালের দিকে এসে চাঁদপুর গ্রামে ৩টি অসহায় পরিবার কে টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার, সাকিল, শিকড় এর প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান নূরে এলাহি, আমাদের দৌলতপুর বেলকুচি ফেসবুক গ্রুপের এডমিন আবুল কাশেম ও মা আলো ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা শাহ আলম সরকার।
টিউবওয়েল পেয়ে একটি অসহায় পরিবার বলেন, আমি কোনোদিন ভাবিনি যে আমি টিউবওয়েল পাব। ২য় পরিবার বলেন, এত দিন আমি অন্যের বাড়ি থেকে পানি এনে খেয়েছি, আজ আমার কষ্ট দূর হবে। ৩য় পরিবার বলেন, আজকে যে এত বড় আমাদের উপকার করলো, আল্লাহ পাক যে তাকে নেক হায়াত দান করেন।
ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার বলেন, নাম প্রকাশের এক প্রবাসী ডোনার তিনি এই টিউবওয়েল গুলো দিয়েছেন। আমার নিজ দায়িত্বে অসহায় ৩টি পরিবারের মাঝে টিউবওয়েল গুলো স্থাপন করলাম।