ডেস্ক
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা হারুনর রশিদ।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে ব্রেইন স্ট্রোক করলে তাঁকে জরুরি ভিত্তিতে রাজধানীর উনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক অপূর্ব রানা।
জানা গেছে, বর্তমানে আইসিইউ’তে রাখা হয়েছে হারুনর রশিদকে। এ বিষয়ে অপূর্ব রানা বলেন, ‘আইসিসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। দোয়া করি, স্যার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।’
পশ্চিমবঙ্গে সেরার মনোনয়ন পেলেন জয়া ও ফারিণপশ্চিমবঙ্গে সেরার মনোনয়ন পেলেন জয়া ও ফারিণ
১৯৭৬ সালে মুক্তি পায় হারুনর রশিদ পরিচালিত সিনেমা ‘মেঘের অনেক রং’। মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকবাহিনীর হাতে লাঞ্ছিত নারীদের গল্পে এটি নির্মাণ করেন তিনি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনান প্রমুখ। সিনেমাটির জন্য সে সময়ে সেরা চলচ্চিত্র পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন হারুনর রশিদ।
এ ছাড়াও তাঁর পরিচালনায় ‘রূপবান’ ও ‘গুনাই বিবি’ চলচ্চিত্র দুটি উল্লেখযোগ্য। সম্প্রতি এই বিশিষ্ট পরিচালকের ব্যক্তিগত সংগ্রহে থাকা বেশ কিছু দুর্লভ জিনিস বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হস্তান্তর করেন তিনি। এর মধ্যে রয়েছে প্রায় ৮০টি দুর্লভ বিভিন্ন লেখকের বই, ১৯৬৫ সালের পাকিস্তান ফিল্ম ফেস্টিভ্যালের ১৭৪টি দুর্লভ স্থিরচিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘের অনেক রং’-এর ডিভি ক্যাম কপি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বাহন, গৌরব, প্যাকেজ নাটক উত্তারাধিকারের ডিজিটাল কপি, তাঁর ব্যবহৃত ১ সেট কমপ্লিট স্যুট এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ১৪টি পুরস্কার ও বিভিন্ন সম্মাননা।


















