নিউজ ডেস্ক :
একটা সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির সঙ্গে চিত্রনায়ক জায়েদ খানের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তারা নাকি গোপনে বিয়েও করেছেন বলে শোনা যায়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে একসঙ্গে কাজের সূত্র ধরেই নাকি দুজনের প্রেমের সূত্রপাত। তবে শেষ পর্যন্ত দুজনের সু-সম্পর্কে ছেদ পড়ে।পপির সঙ্গে অবশ্য প্রেমের গুঞ্জন বরাবরই উড়িয়ে দিয়েছেন জায়েদ। এবার নায়িকার এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন তিনি।
গুঞ্জন উঠেছে, ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পপি। তার সন্তানের বয়স দুই বছর। আর পপির স্বামীর ব্যবসায়ী। তার নাকি জাহাজের ব্যবসাও রয়েছে। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা।
পপির স্বামী ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর জায়েদ খান বলেন, আমার আসলে কিছুই বলার নেই। এখন তো মানুষ ক্লিয়ার হয়ে গেছে। পপি ইস্যুতে আমার বিরুদ্ধে কত মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি নাকি পিস্তল ঠেকিয়েছি? আরও কত অভিযোগ।
অথচ আজকে স্বামী ও সন্তান নিয়ে সুন্দর সংসার করছে পপি। মূল কথা হলো আল্লাহ আমাকে ভালোবাসেন। সত্যটা সামনে চলে এসেছে। পপির জন্য শুভকামনা। পপি স্বামী ও সন্তান নিয়ে সুন্দর ও ভালো থাকুক। আমার সঙ্গে আল্লাহতায়ালা আছেন, আমার সঙ্গে বাবা-মায়ের দোয়া আছে।এই নায়ক বলেন, আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। শুধু তাই নয়, মার্ডার কেসের আসামিও করা হয়েছিল। সেটিরও সত্য উন্মোচিত হয়েছে।


















