নিউজ ডেস্ক :
ময়মনসিংহের তারাকান্দায় মেয়ের জামাইয়ের দায়ের কুপে কছিম উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় মেয়ের জামাই মাহমুদুল হাসানকে (৩০) আটক করেছে পুলিশ।শনিবার (৯ ডিসেম্বর) বেলা তিনটার দিকে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নিতারাশি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কছিম উদ্দিন ওই গ্রামের মৃত গনি মাহমুদের ছেলে। আটককৃত মাহমুদুল হাসান একই উপজেলার রায়জান গ্রামের ইদ্রিস আলীর ছেলে।স্থানীয়দের বরাত দিয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি থেকে চার বছর আগে নিহত কছিম উদ্দিনের মেয়ে দীপালি আক্তারের (২৫) সঙ্গে মাহমুদুল হাসানের বিয়ে হয়।
বিয়ের পর তাদের সংসারে একটি মেয়ে সন্তান জন্ম নেয়। মেয়ের বয়স ৯ মাস। সম্প্রতি মাহমুদুল হাসান ও দীপালির ঝগড়া হয়।ঝগড়ার জেরে দীপালি তার বাবার বাড়িতে চলে যায়। সকালে মাহমুদুল হাসান তার শ্বশুরবাড়িতে আসে। মাহমুদুল হাসান তার স্ত্রী দীপালি ও ৯ মাসের সন্তান নিয়ে বাড়িতে ফিরতে চায়। তবে দীপালি মাহমুদুল হাসানের বাড়িতে যাবে না বলে জানায়।
এই অবস্থায় ৯ মাসের সন্তান নিয়ে মাহমুদুল হাসান বাড়ি থেকে বের হতে চাইলে স্ত্রী, শাশুরি ও শ্বশুর কছিম উদ্দিন বাধা দেয়। এতে মাহমুদুল হাসান ক্ষিপ্ত হয় দা দিয়ে তার শ্বশুরকে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা কছিম উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর স্থানীয়রা মাহমুদুল হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে।তিনি আরও বলেন, অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।