মোহাম্মদ শাহ এমরান, কক্সবাজার সংবাদদাতা :
উখিয়া – টেকনাফ কক্সবাজার-৪ আসনে আওয়ামীলীগের টিকেট পাওয়া সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আব্দুল রহমান বদির সহধর্মীনি শাহিন আক্তার চৌধুরীকে বরণ করতে উখিয়া – টেকনাফের প্রতিটি স্টেশনে-স্টেশনে সহস্রাধিক তোরণ, ফেস্টুন ও গেইট নির্মাণ করেছে উখিয়া – টেকনাফ নির্বাচনী এলাকার জনগণ।
২৯ নভেম্বর সকাল ১১ টায় কক্সবাজার থেকে ৫ শতাধিক গাড়ী বহর নিয়ে রওয়ানা করেছেন কক্সবাজার -৪ (২৯৭ নং) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী টানা ৩ বারের নির্বাচনে জয়ী হয় স্বামী- স্ত্রী দুজনেই সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও শাহিন আক্তার চৌধুরী বদি।
শাহিন আক্তার চৌধুরী বদিকে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা পুণরায় টানা দ্বিতীয় বার মনোনয়ন দেয়।
মনোনয়ন টিকেট নিয়ে শাহিন- বদি ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা উখিয়া – টেকনাফে আসার খবরে উৎসুখ্য জনতা তাদের বরণ করতে উখিয়া – টেকনাফের প্রতিটি স্টেশনে-স্টেশনে এমপি বদিও শাহিন আক্তার চৌধুরীর ছবি সংবলিত প্লেকার্ড, ফেস্টুন,ও ব্যানার দিয়ে তাকে স্বাগতমও শুভেচ্ছা জানিয়ে বরণ করতে গেইটও তোরণ নির্মাণ করে অপেক্ষা করছে হাজার- হাজার উৎসুখ্য জনতা।
উখিয়া – টেকনাফের নির্মাণ কৃত প্রতিটি গেইট ও তোরণ প্রদক্ষিণ করে হ্নীলা টেকনাফে এসে পৌছাতে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সময় লেগেছে তাদের।
শুধু তাই নয় হ্নীলা টেকনাফ থেকে সহস্রাধিক গাড়ী বহর নিয়ে আসার পথে প্রতিটি গেইট ও ফেস্টুন এলাকায় ফুলেল মালাদিয়ে অভিবাদনও জানিয়েছে এলাকার উৎসুখ্য হাজার হাজার জনতা।
তাদের অভিবাদনের উত্তরে এমপি দম্পতি ছাদ খোলা গাড়ীতে দাড়িয়ে উৎসুখ্য জনতাকে হাত নেড়ে সালাম জানান এবং শান্তিপূর্ণ পরিবেশে আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানান।