নিউজ ডেস্ক :
অবশেষে মুক্তি পাচ্ছে বহুল আলোচিক ‘শনিবার বিকেল’ সিনেমাটি। তবে সিনেমা হলে নয়। এমনকি বাংলাদেশ থেকেও দেখা যাবে না।দেশের সিনেমা হলে মুক্তির অনুমতি না পাওয়ার আক্ষেপ নিয়ে বিকল্প উপায়ে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভে ২৪ নভেম্বর থেকে দেখা যাবে এটি। প্ল্যাটফর্মটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তির খবর নিশ্চিত করেছে।
এ প্রসঙ্গে ফারুকী বলেন, আগামী ২৪ নভেম্বর থেকে সারা বিশ্বের দর্শক সনি লিভে সিনেমাটি দেখতে পারবেন। এটা ভালো খবর। তবে দুর্ভাগ্য এটাই যে, বাংলাদেশের হলে এখনো সিনেমাটি মুক্তি দেওয়া গেল না।
এর আগে চলতি বছরের (১০ মার্চ শনিবার) বিকেল মুক্তি পায় উত্তর আমেরিকায়। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে কানাডা ও যুক্তরাষ্ট্রের সিনেমা হলে ছবিটি মুক্তি দেয় সিঙ্গাপুরভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ঘটা ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে শনিবার বিকেল সিনেমাটি বানিয়েছেন ফারুকী।
মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসসহ বিশ্বের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ‘শনিবার বিকেল’ প্রদর্শিত হয়ে প্রশংসা পেয়েছে।বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে শনিবার বিকেল। প্রযোজনায় আরও আছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ভারতের শ্যাম সুন্দর দে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ অনেকে।


















