মোঃ সোহাগ হোসেন, বেনাপোল সংবাদদাতা :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে শনিবার। মনোনয়ন বিক্রির দ্বতীয় দিনেই ৮৫ যশোরের শার্শা- ১ আসনের জন্য ৪ জন আওয়ামীলীগ নেতা দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সারাদেশে চলছে আলোচনা সমালোচনা, এই নির্বাচনকে ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা ও চুলছেড়া বিশ্লেষণ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায়, হাট-বাজার, মাঠ-ঘাট, গ্রামের অলি-গলি সব জায়গায় এখন চলছে কে হতে যাচ্ছেন ৮৫ যশোর-১ (শার্শা)’র নৌকার কান্ডারী। সঙ্গে সঙ্গে বিগত দিনের নেতাদের কর্মকান্ড নিয়ে চলছে হিসাব-নিকাশ। যশোর-১ (শার্শা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই নড়ে-চড়ে বসতে শুরু করেছে। দেশের সীমান্তবর্তী যশোর-১ আসনে প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন এক হালি নেতা। এদিকে ক্ষমতা আর অর্থের দ্বন্দে শার্শা আওয়ামীলীগ দীর্ঘদিন ধরে চলছে দ্বিধাবিভক্ত। ৩ ধারায় ভাগ হয়ে এখানকার নেতাকর্মীরা নিজস্ব ভাব-ভঙ্গিমায় দল পরিচালনা করছেন। অপরদিকে হামলা মামলা রাজনৈতিক প্রতিপক্ষের বেপরোয়া কর্মকান্ডের পাশাপাশি পুলিশী হয়রানির কারণে এখন পর্যন্ত বিএনপি নেতারা নির্বাচনের মাঠে দেখা যাচ্ছে না। এছাড়াও অনেক আগে থেকেই মাঠে নেই জামায়াত ইসলামীর নেতা কর্মীরা। এখন শুধু এই আসনে মাঠের তৎপরতায় সরকারী দল তথা আওয়ামীলীগের। আর সব দলের সমান সুযোগ পেলে ঘুরে দাঁড়াতে পারে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা।
রাজনীতি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানা গেছে, যশোর-১ (শার্শা) আসনে টানা তিনবারের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবারও দলীয় মনোনয়ন প্রত্যাশী। পাশাপাশি দলীয় বিভাজনের সূত্র ধরে মাঠে রয়েছেন বেনাপোল পৌরসভার সাবেক মেয়র ও যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরেক হেবিওয়েট মনোনয়ন প্রত্যাশী আশরাফুল আলম লিটন। এছাড়া দলীয় মনোনয়নের জন্য মাঠে নেমেছেন নতুন মুখ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান ও যশোর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুজিবুদ্দৌলা সরদার কনক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই যশোর-১ আসনে নড়েচড়ে বসেন আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন ফরম বিক্রির ঘোষণার সাথে সাথে প্রার্থীরা দৌঁড়ঝাপ শুরু করেছেন।
আরো জানা গেছে, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় ও আশে পাশের হোটেলে মনোনয়ন প্রত্যাশীরা অবস্থান করছেন। দলীয় টিকিট পেতে চেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি মনোনয়ন বোর্ডের বিভিন্ন নেতার সাথে সংযোগ স্থাপন করছেন।
একাধিক সূত্র জানায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা প্রায় বছর খানিক ধরে শার্শা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার গ্রাম, পাড়া, মহল্লা ও হাট বাজারে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন। তিনি সরকারের উন্নয়নের কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনে পুনরায় নৌকায় ভোট দেবার আহবান জানিয়ে গণসংযোগ করেছেন। জনগণের নিকট বিতরণ করেছেন লিফলেট, করেছেন বিভিন্ন পাড়া মহল্লায় উঠান বৈঠাক। অন্য প্রার্থীরাও ভোটারের দারে দারে স্বশরীরে উপস্থিত হয়ে গণসংযোগ ও নিজেদের প্রার্থী হওয়ার কথা জানিয়ে ভোটারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উন্নয়নের পক্ষে থাকার আহ্বান জানান।
তবে শার্শা-১ আসনের অধিকংশ সাধারণ ভোটাররা চান এবার এই আসনে ক্লিন ইমেজের নতুন মুখ আসুক, কয়েকজন প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সাধারণ জনগণের সাথে যার ভাল সম্পর্ক আছে ও দলীয় কর্মকান্ডে যার অবদান বেশি রয়েছে তাকে প্রার্থী করা হোক।