বেনাপোল (যশোর) সংবাদদাতা :
যশোরের শার্শায় সম্প্রতি ১৮ কেজি গাঁজা উদ্ধারের পর এবার ২৪ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) রাত ১০ টার সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত আসামীরা- বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে মোঃ আলম শেখ (৩৮), ও মানিকিয়া গ্রামের মোঃ সাজেদ আলীর ছেলে মোঃ লালটু মোড়ল (৩৫)।
পুলিশ জানায়, ভারত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা শার্শা সীমান্ত দিয়ে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ ঐ দুইজনকে আটক করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো দুইজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আকিকুল ইসলাম বাংলা ভয়েস’কে জানান, আটক দুই আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে, বাকি পলাতক দুই আসামিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

















