মো. সোহাগ হোসেন, যশোর,বেনাপোল সংবাদদাতা :
যশোরের মনিরামপুরে ১০ পিস স্বর্ণের বারসহ জাহিদুর রহমান (৪২) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশের সদস্যরা।মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল ৪ টার সময় যশোর জেলার মনিরামপুর উপজেলার বাঁধা শ্মশান ঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ১ কেজি ১শ ৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক জাহিদুল রহমান মানিকগঞ্জ জেলার সিংড়া উপজেলার নুরুল ইসলামের ছেলে।মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপণ কুমার সরকার জানান, আটক জাহিদুর রহমান একজন স্বর্ণ পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশ ভারতে স্বর্ণ পাচার করে আসছিলো। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সে বড় একটি স্বর্ণের চালান নিয়ে মনিরামপুর হয়ে কলারোয়া সীমান্তে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে মনিরামপুর উপজেলার বাঁধা শ্মশান ঘাটা এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি করে ১০ টি স্বর্ণেরবার পাওয়া যায়।
তিনি আরো জানান, আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।