নিউজ ডেস্ক :
দেশব্যাপী বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় আবারও ৪৮ ঘণ্টা অবরোধ চলছে। হরতাল-অবরোধকে ঘিরে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক।বিএনপির অবরোধের প্রতিবাদে রোববার (৫ নভেম্বর) গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় শান্তি সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিলের নেতৃত্বে অবরোধবিরোধী মিছিলে অংশ নেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।মিছিল শেষে আব্দুল জলিল বলেন বিএনপি-জামায়াত যাতে শ্রীপুরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি।