নিউজ ডেস্ক :
একজন তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার, আরেকজন বলিউড শাহেনশাহ। দুজনই যে দুজনের জায়গায় সেরা, তা বলার অপেক্ষা থাকে না। বলা হচ্ছে রজনীকান্ত ও অমিতাভ বচ্চনের কথা।সর্বশেষ ১৯৯১ সালে অমিতাভ-রজনীকান্তকে ‘হাম’ সিনেমায় দেখা গিয়েছিল। এরপর কেটে গেছে ৩৩ বছর। এতদিন পর ফের একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা। এবারের মিশন ‘থালাইভার-১৭০’।
বুধবার (২৫ অক্টোবর) একসঙ্গে কাজ শুরু করেছেন এই দুই তারকা। শুটিং সংশ্লিষ্ট একটি ছবি নিজের টুইটার প্রোফাইলে পোস্ট করেছেন রজনীকান্ত। ক্যাপশনে লিখেছেন, ‘৩৩ বছর পর আমি আবার কাজ করছি আমার মেন্টর শ্রী অমিতাভ বচ্চনের সঙ্গে। সিনেমার পরিচালনায় রয়েছেন টি জে জ্ঞানাভেল।’অমিতাভও এর আগে নিজের ব্যক্তিগত ব্লগে পোস্ট করে লেখেন, তিনি এ সিনেমার জন্য রজনীকান্তের সঙ্গে তার প্রথম দৃশ্যের শুট করতে যাচ্ছেন।
এই অভিনেতা লেখেন, ‘আজ থেকে নতুন একটি প্রজেক্ট শুরু হলো, রজনীকান্তর সঙ্গে। কর্মক্ষেত্রে একসঙ্গে কাজ আবার, অনেক বছর পর সুযোগ এলো। তিনি অসাধারণ মানুষ।’গত মার্চ মাসে ‘থালাইভার-১৭০’ সিনোমর নাম ঘোষণা করা হয় নির্মাতার পক্ষ থকে। এটি রজনীকান্তের ১৭০তম সিনেমা। ‘লাইকা প্রোডাকশন’ প্রযোজিত এ সিনেমার আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়নি এখনও। সম্পূর্ণ বিনোদন নির্ভর সিনেমাটি সমাজের প্রতি একটি বার্তা দেবে বলে শোনা যাচ্ছে।


















