নিউজ ডেস্ক :
ভারতের বিপক্ষে পুরোপুরি ফিট অনুভব না হওয়ায় খেলেননি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে উরুতে চোট পাওয়ায় খেলেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা নিয়েও কোনও সুনির্দিষ্ঠ কিছু জানা যায়নি সোমবার সন্ধ্যা পর্যন্ত।
তবে চলতি বিশ্বকাপে প্রথমবার সংবাদ সম্মেলনে এসে নিজেই জানিয়েছেন, তিনি আগের থেকে অনেকটাই ফিট। তাই খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে।সাকিব বলেন, ‘গতকাল যখন ট্রেনিং করেছি তখন কোনো কিছু (ব্যাথা) ফিল করিনি। নেগেটিভ কোনো কিছু ফিল করিনি। আজ আবার ট্রেনিং করবো, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি পুরোপুরি ফিট ইনশাল্লাহ।’
আগের দিন অনুশীলনে ব্যাটিং-বোলিং করলেও রানিং করেননি সাকিব। আজ অনুশীলনে রানিং করবেন বলেও জানান তিনি।আগের দিন অনুশীলন করেছি, নেতিবাচক কিছু অনুভব করিনি। আজ আবার অনুশীলন করলে বুঝতে পারব কি অবস্থা।’আগামীকাল বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।