শাহ আলম সরকার : সিরাজগঞ্জ সংবাদদাতা
সকল মুসলিম এক হও, প্রতিবাদে অংশ নাও এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ার থানাধীন সলপ রেলওয়ে ষ্টেশন বাজার বনিক সমিতির উদ্যোগে শুক্রবার জুমা বাদ (২০ অক্টোবর) ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরাইলি ইহুদীদের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই উক্ত সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবুল কালাম আজাদ সভাপতি সলপ বাজার বনিক সমিতি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শামীম রেজা, সাধারণ সম্পাদক,সলপ বাজার বনিক সমিতি। মো: আউয়াল হোসেন, সাংগঠনিক সম্পাদক সলপ বাজার বনিক সমিতি। মো: ছাইদুল ইসলাম সলপ বাজার বনিক সমিতি। এ সময় আরো উপস্থিত ছিলেন ভদ্রকোল মাদ্রাসার শিক্ষক মো: আমিনুল ইসলাম সাহেব।
বেতকান্দি মাদ্রাসার শিক্ষক মুফতী মাওলানা মাহমুদুল হাসান সাহেব। আল আমিন সাহেব। মুফতী শফিকুল ইসলাম সাহেব। সলপ মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শেখ সাদী সাহেব। বেতকান্দি মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আলতাফ হোসাইন সাহেব। মুফতী মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব। মো: ইয়াহিয়া সাহেব সহ বিভিন্ন সলপ গ্রামের সর্বস্তরের তৌহিদী জনতা। উপস্থিতি বক্ত্যবে তারা বলেন, আজকে সকল মুসলমাদের নিয়ে ধিক্কার জানাব, সোচ্চার হব, প্রতিবাদ জানাব। সকলে আমরা ভাই ভাই। এই ভাইদের উপর যদি আঘাত আসে আমরা কিন্তু সহ্য করতে পারবো না। উপস্থিতি বক্ত্যবে তারা আরো বলেন, আজ ফিলিস্তিনিদের গুলি করে মারছে।
ইসরাইল সেই ইসরাইল যে কোথাও জায়গা পায় নাই। একমাত্র ফিলিস্তিনি তাদের জায়গা দিয়েছিল। আজ তাদের উপরেই অত্যাচার। তাদের এই পরিস্থিতি দেখে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়। ইসরাইলদের একটা কথাই বলতে চাই মুসলিমরা কিন্তু দুর্বল নয়। এদিকে বাংলাদেশের সরকার প্রধান কে ফিলিস্তিনিদের পাশে থাকার আহ্বান জানিয়েছে। পরে মিছিলটি সলপ রেলওয়ে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিত শেষে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়ার মাধ্যমে সমাবেশটি শেষ হয়।