ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, একটি দল নাকি ৪০ লাখ বোরকা তৈরি করেছে, যাতে পুরুষরা নারী সেজে ভোট দিতে পারে। এমন ঘটনা ঘটলে তা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে নির্বাচনের আগেই আন্দোলন গড়ে তোলা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “বোরকার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমার মা বোরকা পরতেন। কিন্তু যদি কেউ বোরকা ব্যবহার করে ছলচাতুরি করে ভোট দিতে আসে, তাহলে সেটা কোনোভাবেই সহ্য করা হবে না। এমন কাউকে হাতেনাতে ধরতে হবে।”
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, অতীতে একাধিক নির্বাচনে অংশ নিয়ে তিনি সংসদ সদস্য হয়েছেন এবং ভোটগ্রহণ শেষ হওয়ার দিনই ফলাফল জানা যেত। সেখানে এখন তিন দিন সময় লাগার কথা বলা হচ্ছে কেন—এ প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, “তিন দিনে ফল দিতে চাইলে বুঝতে হবে ভেতরে কোনো অসৎ উদ্দেশ্য আছে। কাকে জেতাতে চান, সেটা দেশবাসী জানতে চায়।”
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও সরকারের ভেতরে এখনো এমন কিছু লোক আছে, যারা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করতে চায়। এসব ব্যক্তি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
মির্জা আব্বাস বলেন, “আমার বক্তব্য রেকর্ড করে রাখবেন। যদি ভোটের ফল ১২ ঘণ্টার বেশি দেরিতে ঘোষণা করা হয়, তাহলে ধরে নিতে হবে অসৎ উদ্দেশ্য রয়েছে। আমরা কোনো অসৎ উদ্দেশ্যকে প্রশ্রয় দেব না। দরকার হলে নির্বাচনের আগেই আন্দোলনে যাব।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের অসভ্যতা বা কারসাজির মাধ্যমে দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে দেওয়া হবে না—কোনো ব্যক্তি বা আমলার হাতেই নয়।


















