পাবলো এসকোবার যেমন কার্টেল কিং ছিলেন, ঠিক তেমনি ঢাকা-৮ আসনেও তার মতো একজন রয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, যতই শক্তিশালী হোক না কেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পাটওয়ারী অভিযোগ করে বলেন, “সমাজের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি আছেন, যিনি সকালে উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন।” তিনি আরও বলেন, “আমরা এমন এক আইয়ামে জাহেলিয়ার মধ্যে আছি, যেখানে অসভ্য আচরণ ও গ্যাংস্টারদের ভাষা স্বাভাবিক হয়ে গেছে। জুনিয়রদের ভালোবাসা ও সম্মান দিতে শেখেনি তারা।”
পাকিস্তানের গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, “যেমন পাকিস্তানে দাউদ ইব্রাহিম ছিল, এখানেও তেমন দাউদ ইব্রাহিমরা তৈরি হয়েছে।”
ভোটারদের উদ্দেশে পাটওয়ারী বলেন, “ভোটের মাধ্যমেই আপনারা তাদের সভ্য করবেন। আগামী ১২ তারিখে ভোট দিয়ে আমরা আইয়ামে জাহেলিয়া থেকে মুক্ত হতে চাই। যারা মানুষের সঙ্গে বেয়াদবি করে, সন্ত্রাসী আচরণ করে— ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করতে হবে।”
নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে তিনি জানান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কাঁচাবাজার সংকট নিরসন, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ এবং শহীদ ওসমান হাদির বিচার তার প্রধান অঙ্গীকার।
তিনি বলেন, “আমার এক নম্বর এজেন্ডা শহীদ ওসমান হাদির বিচার। দ্বিতীয়ত সন্ত্রাস ও মাদকমুক্ত ঢাকা-৮ গড়া। তৃতীয়ত চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত সমাজ প্রতিষ্ঠা। পাশাপাশি নারীদের প্রতি হয়রানি বন্ধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্কুলে দখল বাণিজ্যও বন্ধ করা হবে।


















