রাজবাড়ী সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নে দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে এক নারীকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গফুর মল্লিকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে রক্ষিত নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। শুধু গফুর মল্লিকই নন, হামলাকারীরা তার ভাই হানিফ মল্লিকের বাড়িতেও তছনছ চালিয়ে মালামাল ও অর্থ আত্মসাৎ করে।
এ ঘটনায় শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান:
”অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতোমধ্যে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
৭৫ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক এলাকায় একজন সংগ্রামী মানুষ হিসেবে পরিচিত। দীর্ঘ দিন ধরে বাসে বাসে নাড়ু বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করছেন। তার এই অদম্য জীবনসংগ্রামের স্বীকৃতিস্বরূপ গত ৩০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে ১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।
সর্বশেষ
তারেক রহমানের উপহারপ্রাপ্ত রাজবাড়ীর অন্ধ গফুরের বাড়িতে হামলা-লুট
এই বিভাগের আরো খবর
হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার
মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১
ইমেইল: info.banglavoicebd@gmail.com
© 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.


















