সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম বলেছেন, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান হবে অত্যন্ত কঠোর।
এমনকি তাঁর নিজের দলের কোনো নেতাও যদি চাঁদাবাজিতে জড়িত থাকে, তবে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার বিকেলে বেলকুচি উপজেলার মুকুন্দগাতি বাজারে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে আমিরুল ইসলাম খাঁন আলীম জানান, মুকুন্দগাতি বাজারে ছোটখাটো কিছু চাঁদাবাজির অভিযোগ তাঁর কানে এসেছে। এ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, নির্বাচিত হলে এবং জনগণ পাশে থাকলে চিহ্নিত সকল চাঁদাবাজের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, অপরাধী যত বড়ই হোক বা যে দলেরই হোক, তাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তাঁর মূল সংগ্রামই হলো চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে।
এ সময় মামলার জরিমানা আদায় সংক্রান্ত অনিয়ম নিয়েও কথা বলেন তিনি। আলীম বলেন, অনেক ক্ষেত্রে মামলায় জরিমানা আদায় হলেও ভুক্তভোগীরা সেই অর্থ পান না, যা একটি বড় অন্যায়। যারা এমন অনিয়ম করবে, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি স্থানীয় সমস্যা সমাধানে কিছু প্রতিশ্রুতিও দেন। মুকুন্দগাতি বাজারে কেনাকাটা করতে আসা নারীদের দুর্ভোগ কমাতে তিনি সেখানে টয়লেট নির্মাণের আশ্বাস দেন।
পাশাপাশি সমাজের অবহেলিত সুইপারদের সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও বলেন তিনি। রাজনীতিকে নিছক ক্ষমতা নয়, বরং মানুষের সেবার মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তিনি এমন কিছু কাজ করে যেতে চান যাতে মৃত্যুর পরও মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করে।
















