সাংবাদিকদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের পর্যবেক্ষণ নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, সংবাদ সংগ্রহের কাজ সহজ করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
বৈঠকে সাংবাদিক নেতারা সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি জানান। পাশাপাশি ভোট পর্যবেক্ষণের পাস ও নির্বাচনকালীন দায়িত্ব পালনের কার্ড প্রদানে চালু করা অনলাইন পদ্ধতি বাতিল করে তা সহজ করার আহ্বান জানান তারা।
সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী রোববারের (১ ফেব্রুয়ারি) মধ্যে এসব বিষয়ে সমাধান না হলে নির্বাচনে সংবাদ সংগ্রহ ও কাভারেজে অংশ নেবেন কি না-সে বিষয়ে তারা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।
















