রাজধানীর মিরপুর-১০ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন অফিস এবং একটি অত্যাধুনিক ‘মাল্টিমিডিয়া বাস’-এর উদ্বোধন করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
উদ্বোধন পরবর্তী সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, দেশবাসী এবার সত্যিকার অর্থেই পরিবর্তন চায়। আগামী ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে, যাদের হাতে এ দেশের সম্পদ এবং সম্মান নিরাপদ থাকবে।
তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, জামায়াত চায় দেশের মানুষের প্রকৃত বিজয়। নির্বাচনে জামায়াত বিজয়ী হওয়া মানে দেশের ১৮ কোটি মানুষের বিজয়ী হওয়া।
বক্তব্যে তিনি শেরপুরে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জনগণের প্রতি যাদের আস্থা নেই, তারাই এ ধরনের হামলা চালায়। আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
সমাবেশ ও উদ্বোধন শেষে ডা. শফিকুর রহমান ‘ঢাকা-১৫’ আসনের স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে তাদের কাছে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট প্রার্থনা করেন।
















