বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিপুল বিজয় হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ব্যাপক সমর্থনের মধ্য দিয়েই বিএনপি এই নির্বাচনে ভূমিধস জয় অর্জন করবে।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্য গড়ে তুলে বিএনপি এমন একটি সরকার পরিচালনা করবে, যেখানে প্রকৃত অর্থেই জনগণ হবে সরকারের মালিক। জনগণের প্রত্যাশা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

















