“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” সুনামগঞ্জে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
২৫ জানুয়ারী (রবিবার) বিকেলে জেলা শহরের স্টেডিয়াম মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। বিশেষ অতিথি:এ বি এম জাকির হোসেন, পিপিএম, পুলিশ সুপার, সুনামগঞ্জ। ডা. জসিম উদ্দিন, সিভিল সার্জন,সুনামগঞ্জ।
তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ।
কপিল দেব গাইন, কোম্পানি কমান্ডার, র্যাব-৯ (সিপিসি-৩) সুনামগঞ্জ। জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার, সুনামগঞ্জ। মো:শাহনুর আলম, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সুনামগঞ্জ।মো:সোহাগ মিয়া, জেলা ক্রীড়া অফিসার, সুনামগঞ্জ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি তরুণদের ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক একটি সামাজিক ব্যাধি—এ থেকে মুক্ত থাকতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
অনুষ্ঠানে মো: আবুল হোসেন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের এর সভাপতিত্বে জেলা কার্যালয়, সুনামগঞ্জ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশ নেওয়া দলগুলো কয়েক সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় অংশ নেবে। ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট—এই তিন ক্যাটাগরিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট চলাকালে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ ও শপথ পাঠের আয়োজন করা হয়। স্থানীয় ক্রীড়ানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

















