টাঙ্গাইলের পূর্ব রামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা ম্যামের উপস্থিতিতে এই ড্রেস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম লিজু বাউলা জানান, একদিন তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাঠে গান শেখানোর একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। এ সময় টাঙ্গাইলের মোহাম্মদ সাইফুল ইসলাম শুষম তার সঙ্গে যোগাযোগ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্ম না থাকার বিষয়টি জানতে চান। শিক্ষক জানান, বিদ্যালয়টি চর এলাকার দুর্গম স্থানে অবস্থিত হওয়ায় এবং অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ায় এখানে স্কুল ড্রেস চালু করা সম্ভব হয়নি। পরে মোহাম্মদ সাইফুল ইসলাম শুষম বিদ্যালয়ের শিশুদের জন্য স্কুল ড্রেস উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এরই ধারাবাহিকতায় আজ ৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রামাইল এলাকার মুরুব্বি মোহাম্মদ আবু সামা, জমিদাতা ওমর কাজি, আবু হোসেন, আব্দুল জলিল, বজলুর রহমান এবং মসজিদের ইমাম আব্দুল মোমেন সাহেব।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মা ও অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। নতুন ড্রেস পেয়ে শিক্ষার্থীরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, নতুন বছর নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীরা নতুন উদ্যমে লেখাপড়ায় মনোযোগী হবে এবং বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে।

















