আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুফতি আমীর হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার সরকারের আদালতে মামলাটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, একটি বক্তব্যের মাধ্যমে মুফতি আমির হামজা শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর পরিবারের মানহানি করেছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যে কারণে আমির হামজার বিরুদ্ধে বাদী ৫০০ ধারায় মানহানির মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পরিবর্তী সময় আদেশের জন্য রেখেছেন।
মামলা দায়েরের পর আদালত প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “একটি স্বাধীনতাবিরোধী চক্র জিয়া পরিবারের নামে কটূক্তি করছে এবং মানহানিকর বক্তব্য দিচ্ছে।”
তিনি আরও বলেন, “আমির হামজা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় যে অপরাধ করেছে তাতে এই দেশে তার থাকার অধিকার নেই। আমরা অনতিবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সমাবেশে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিক সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, দপ্তর সম্পাদক তানভির আহমেদ পলাশসহ বিএনপির নেতাকর্মী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।


















