মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন অভিযানে গ্রেপ্তার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করায় দেশটির নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে লেখেন,“আমি এই পদক্ষেপের প্রতি গভীর সম্মান জানাই। গতকাল যেসব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল—যার সংখ্যা ৮০০-এরও বেশি—সেগুলো বাতিল করেছে ইরান। এ জন্য তাদের ধন্যবাদ।”
বিক্ষোভকারীদের সহায়তার কথা উল্লেখ করে গত দুই সপ্তাহ ধরে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
তবে বর্তমানে হস্তক্ষেপ থেকে সরে এসেছেন ট্রাম্প। বুধবার তিনি জানান, তাকে জানানো হয়েছে যে ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। এ ছাড়া সৌদি আরব, কাতার ও ওমানের পক্ষ থেকে তাকে সামরিক হামলা থেকে বিরত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে—এমন মন্তব্যও তিনি নাকচ করে দেন।
ট্রাম্প বলেন, তাকে প্রভাবিত করেছে ইরানের নিজস্ব পদক্ষেপই। শুক্রবার হোয়াইট হাউস থেকে ফ্লোরিডা যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন,“কেউ আমাকে বোঝায়নি—আমি নিজেই নিজেকে বুঝিয়েছি। তারা কাউকেই ফাঁসি দেয়নি, বরং ফাঁসি বাতিল করেছে। এর বড় প্রভাব পড়েছে।”


















