কক্সবাজারের মহেশখালী থেকে ‘আত্মগোপনে’ থাকা নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া নেতারা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের দায়িত্বশীল পদে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব এবং ছাত্রলীগ নেতা সামাদ উল্লাহ।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষণার পর থেকে দীর্ঘদিন ধরে এসব ছাত্রলীগ নেতা কক্সবাজারের মহেশখালীতে আত্মগোপনে ছিলেন।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, গ্রেপ্তারের বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক বার্তা পৌঁছায়নি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

















