মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস জানিয়েছেন, রাজ্যে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের শনাক্ত করতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল তৈরি করা হচ্ছে। এ লক্ষ্যে আইআইটি মুম্বাইয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে রাজ্য সরকার।
এনডিটিভির পাওয়ার প্লে অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ফাড়নবিস বলেন, মুম্বাইয়ে বসবাসরত কিছু বাংলাদেশি অভিবাসী ভুয়া কাগজপত্র ব্যবহার করে সরকারি সুযোগ-সুবিধা নিচ্ছিলেন। তাদের শনাক্ত করে রেকর্ড সংখ্যায় মুম্বাই থেকে ফেরত পাঠানো হয়েছে।
তিনি দাবি করেন, অবৈধ অভিবাসীদের কৌশল সরকার বুঝে গেছে। তারা প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করে জাল নথিপত্র সংগ্রহ করে, এরপর সেই কাগজ ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে সরকারি সুবিধা নেয়।
বাংলাদেশি শনাক্তে তৈরি হওয়া এআই টুলটি বর্তমানে প্রায় ৬০ শতাংশ নির্ভুলভাবে কাজ করছে জানিয়ে ফাড়নবিস বলেন, আগামী চার মাসের মধ্যে এর নির্ভুলতা ১০০ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
মুম্বাইয়ের আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে এনডিটিভির সিইও ও এডিটর ইন চিফ রাহুল কানওয়াল, ম্যানেজিং এডিটর পদ্মজা জোশি এবং এক্সিকিউটিভ এডিটর জিতেন্দ্র দীক্ষিতের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, মুম্বাইয়ে বসবাসরত অ-মারাঠিভাষীরা সম্পূর্ণ নিরাপদ। তার অভিযোগ, কিছু গোষ্ঠী রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করছে।
এনডিএ সরকারের লক্ষ্য প্রসঙ্গে ফাড়নবিস বলেন, মুম্বাইকে একটি প্রাণবন্ত ও টেকসই শহর হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে শহরের যানজট কমাতে একাধিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


















