সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ডুমরাই বাজারে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠকে অংশগ্রহণ করেন স্থানীয় ভোটাররা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে সাধারণ মানুষকে সচেতন করতে আয়োজন করা হয়েছিল এ কর্মসূচি।
বৈঠকে বক্তারা নির্বাচন আচরণবিধি, গণভোটের গুরুত্ব এবং ভোটাধিকার প্রয়োগ বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করেন। তারা বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ভোটারের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্রশাসক (সিনিয়র মৎস্য কর্মকর্তা) শরিফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব আল-আমিন হোসেন এবং প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে অংশ নেন।
আয়োজকরা জানান, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচন ও গণভোট নিয়ে বিভ্রান্তি দূর করতেই এ ধরনের উঠান বৈঠক নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।

















