জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দেন। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের হাসিমুখের ছবি ও মুহূর্ত বেশ আলোচনায় ছিল।
তবে সম্প্রতি গুঞ্জন ওঠে—দুজনের সম্পর্ক আর আগের মতো ভালো নেই। সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা-কল্পনার মাঝেই বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তাহসান খান। এক ক্ষুদে বার্তায় তিনি জানান, ‘দীর্ঘ দিন ধরেই আমরা আলাদা থাকছি।’
পারসোনাল জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক বলেও উল্লেখ করেন এই তারকা। তিনি বলেন, ‘অ্যানিভার্সারি নিয়ে অনেক ফেক নিউজ দেখলাম, যার কারণে বলতে হচ্ছে—আমরা অনেক দিন থেকেই একসঙ্গে থাকছি না।’
উল্লেখ্য, রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজাকে বিয়ে করেন তাহসান। পেশায় রোজা একজন মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে। এর আগে, ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।
তাহসান–রোজার আলাদা থাকার খবরে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ বিষয়ে দুজনের পক্ষ থেকে এর বাইরে আর কোনো বিস্তারিত মন্তব্য আসেনি।


















