সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা বিপুল পরিমাণ ভেজাল সার ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাছুদ রানার নেতৃত্বে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজারে অবস্থিত মেসার্স আকন্দ বীজ ট্রেডার্সে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দোকানে মজুদ থাকা জিংক সালফেট (মনোহাইড্রেট) ৩৬ শতাংশ নির্ধারিত মানের বাইরে এবং অননুমোদিতভাবে বিক্রির জন্য রাখা হয়েছিল। এ সময় দোকান থেকে ১০ বস্তা, প্রায় ২০০ কেজি ভেজাল সার জব্দ করা হয়। পরে সেগুলো মাটিতে পুঁতে ও পুড়িয়ে নষ্ট করা হয়।
তারা আরও জানায়, ভেজাল সার সংরক্ষণ ও বিক্রির দায়ে সংশ্লিষ্ট দোকান মালিকের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং ফসল উৎপাদনে ক্ষতিকর ভেজাল সার, বালাইনাশক ও বীজের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


















