থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ায় যৌন সেবার বিনিময়ে টাকা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এক ভারতীয় পর্যটককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রোববার (৫ জানুয়ারি) এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ ডিসেম্বর ভোরে পাতায়ার ব্যস্ত পর্যটন এলাকা ‘ওয়াকিং স্ট্রিট’-এ এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ভারতীয় নাগরিকের নাম রাজ জাউসুজা (৫২)। ভিডিওতে দেখা যায়, তিনজন ট্রান্সজেন্ডার নারী তার কাছে টাকা দাবি করছেন। রাজ জাউসুজা নির্ধারিত অর্থ দিতে অস্বীকৃতি জানিয়ে গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, টাকা পরিশোধ না করেই চলে যাওয়ার চেষ্টা করায় কিছু পথচারীর সহায়তায় তাকে গাড়ি থেকে টেনে নামানো হয়। এরপর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত তাকে লাথি ও মারধর করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য থাইগার-এর প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারীরা রাজ জাউসুজাকে মুখ ও মাথার পেছনের অংশে আঘাতপ্রাপ্ত অবস্থায় পান। ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য পাতামাকুন হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ১৯ বছর বয়সী এক থাই প্রত্যক্ষদর্শী উদ্ধারকর্মীদের জানান, তিনি ওয়াকিং স্ট্রিটের প্রবেশপথে রাজ জাউসুজাকে একজন ট্রান্সজেন্ডার যৌনকর্মীর সঙ্গে তর্ক করতে দেখেন। একপর্যায়ে সেই তর্ক হাতাহাতিতে রূপ নেয়। পরে আরও কয়েকজন এতে জড়িয়ে পড়লে ঘটনাটি দলবদ্ধ হামলায় পরিণত হয়। প্রত্যক্ষদর্শীর দাবি, যৌন সেবার জন্য আগে থেকে নির্ধারিত সম্পূর্ণ টাকা পরিশোধ না করাই এই সহিংসতার সূত্রপাত।
উল্লেখ্য, পাতায়ায় এর আগেও ভারতীয় পর্যটকদের সঙ্গে এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। থাইগার-এর তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগে এক ট্রান্সজেন্ডার যৌনকর্মী এক ভারতীয় নাগরিককে আক্রমণ করেন। এছাড়া গত অক্টোবরে পাতায়ার একটি হোটেলে তিনজন থাই ট্রান্সজেন্ডার নারী দুইজন ভারতীয় নাগরিককে মারধর করে প্রায় ২৪ হাজার বাত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৯ হাজার টাকা) মূল্যের মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
থাই পুলিশ জানিয়েছে, রাজ জাউসুজা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে বলা হবে। এরপর থাইল্যান্ডের আইন অনুযায়ী ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হবে।


















