যশোরে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রোববার (৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার এনায়েতপুরে মারপিটের পর তার বুকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এনাম সিদ্দিকী এনায়েতপুর এলাকার মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে। উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় উত্তরায় পুলিশের গুলিতে মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে এনাম বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি তার ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে, এরপর বুকে তিনবার ছুরিকাঘাত করে। এনামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। স্বজনদের দাবি, হত্যার উদ্দেশ্যেই এনামের ওপর এই হামলা চালানো হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিচিত্র মল্লিক জানান, এনামের বুকে, ঘাড়ে ও বাহুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক এবং বর্তমানে তাকে সার্জারি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন অভিযোগ করে বলেন,“আসন্ন নির্বাচন বানচাল করতেই পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ জানান, হামলার খবর পাওয়া গেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

















