সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে একটি মাদ্রাসায় রাজনৈতিক সভা আয়োজনের অভিযোগে জামায়াতে ইসলামী নেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ও কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলী (৪৫)-কে এই জরিমানা করা হয়। কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদ্রাসায় রাজনৈতিক দলের কর্মী সংগঠনের সভা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে একটি শ্রেণিকক্ষে জামায়াতে ইসলামী সমর্থিত নারী কর্মীদের সভার সত্যতা পাওয়া যায়। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর দল ও আচরণবিধিমালা ২০২৫-এর ২০(খ) ধারা লঙ্ঘনের প্রমাণ মেলায় ২৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “নির্বাচনকালীন সময়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা রাজনৈতিক সভা কিংবা প্রচারণার সঙ্গে যুক্ত হতে পারবেন না। কিন্তু মাদ্রাসার সুপার নিজ প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের সভার আয়োজন করায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক একদল নারী মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে জড়ো হয়ে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণ করে।

















