সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেরালকাতায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি গুরতর আহত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের ইলিশপুর বাঁশতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত দম্পত্তি হলেন, কলারোয়া উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য’ ইলিশপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৫২) ও তার স্ত্রী নাসরিন নাহার ইভা (৩৬)
স্থানীয় সূত্র জান গেছে, আব্দুল ওয়াদুদ মেম্বার তার রাইসমিল থেকে স্ত্রী ইভাকে নিয়ে মোটরসাইকেল যোগে মহাসড়ক থেকে ক্রাচ করে ইলিশপুর নিজ বাড়িতে যাচ্ছিলো। এসময় কলারোয়া থেকে ছেড়ে আসা একটি পিক-আপ মোটরসাইকেল পেছনে এসে সজরে ধাক্কা দিলে স্বামী স্ত্রী দুজনে রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে বাগআঁচড়ায় একটি ক্লিনিকে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা দুজন সেখানে চিকিৎসাধীন আছেন।
কলারোয়া থানার অফিসার্স ইনচার্জ এইচ এম শাহীন জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন এবং দুর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এবিষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

















